“পার্লামেন্টারী বিতর্কে চ্যাম্পিয়ন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি “

‘নগরবাসীর সক্রিয় অংশগ্রহণই পারে ডেঙ্গুর প্রকোপ রোধ করতে’ বিষয়ের উপরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতামূলক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা ইউসিবি পাবলিক পার্লামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং প্রতিযোগিতায় রানার আপ হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

শুক্রবার সকাল ১০টায় ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো.তাজুল ইসলাম।

বিজয়ীদের মধ্যে এবারের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকরা হলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো.কাওসার আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহ আলম এবং আইন বিভাগের শিক্ষার্থী এস এম আলামিন এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জোহরা ও আফিয়া।

এ নান্দনিক বিজয় অর্জনের পরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অতিরিক্ত রেজিস্ট্রার রেজিস্ট্রার অধ্যাপক ড.শাহ আলম চৌধরী বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিতর্ক অঙ্গনে ভালো করে আসছে।পড়াশোনার পাশাপাশি নিজেদের মেধার সর্বোচ্চ প্রয়োগে তাঁরা বিতর্কের এ যৌক্তিক মঞ্চ আলোকিত করে রেখেছে। আগামী দিন গুলোতে এ জয়যাত্রা অব্যাহত রাখবে বলে বিশ্বাস রাখি।

error

Enjoy this blog? Please spread the word :)