ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তরুণদের জন্য উদ্যোক্তা সচেতনতা বিষয়ক কর্মশালা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ডিআইইউ) ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ১৫ জুলাই, ২০১৮ ইং ইউনিভার্সিটির ৬৬, গ্রীনরোড ক্যাম্পাসে ড. এম. আই. পাটোয়ারী অডিটেরিয়ামে ‘তরুণদের জন্য উদ্যোক্তা সচেতনতা’ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। অধ্যাপক ড. ভোলানাথ দত্ত, ফাউন্ডার এবং প্রেসিডেন্ট, এমটিসি গ্লোবাল, ব্যাঙ্গালুরু, ইন্ডিয়া দিনব্যাপী তরুণদের জন্য উদ্যোক্তা সচেতনতা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন। বিভিন্ন বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন। অধ্যাপক দত্ত কর্মসংস্থানের সুযোগ, চ্যালেঞ্জ, কৌশল, অর্থায়ন, বৈশিক পরিসর এবং বাংলাদেশ ও বিভিন্ন উন্নত দেশের সফল উদ্যোক্তাদের কর্ম-কাহিনী তুলে ধরেন। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কে. এম. মেহসীন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অত্র ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. শওকত আরা হোসেন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার। এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইজন শিক্ষার্থী অপর্না কিরতানিয়া এবং মোঃ আনোয়ার হোসেন ভারতের ব্যাঙ্গালুরুতে ইন্টারন্যাশনাল স্কুল অব ম্যানেজমেন্ট এক্সিলেন্স (আইএসএমই) এ অনুষ্ঠিত সাত দিনব্যাপী প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন। উক্ত প্রোগ্রামে একটি প্রাসঙ্গিক ও প্রেরণামুলক ভিডিও উপস্থাপন করেন আইকিউএসি’র পরিচালক ড. মোঃ সেরাজুল ইসলাম প্রধান এবং কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মিলি সুলতানা।