Department Of Civil Engineering

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত এক বণার্ঢ্য বিদায়ী সংবর্ধনা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সাতারকুল স্থায়ী ক্যাম্পাসে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত এক বণার্ঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায়ী অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৬তম, ২৭তম, ২৮তম, ২৯তম, ৩০তম ব্যাচের সর্বমোট ২১০ জন শিক্ষার্থী বিদায় নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গনেশ চন্দ্র সাহা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ এস.কিউ পাটোয়ারী, রেজিস্ট্রার প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর মুহাম্মদ শাহ আলম চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এস এম সাজ্জাদ আহমেদ শোভন এবং কো-অর্ডিনেটর মোঃ মঞ্জুর মোর্শেদ।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি বিকেল ৪ ঘটিকায় পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা ফুলের শুভেচ্ছা ও স্মারক ক্রেস্ট দিয়ে অতিথিদের বরণ করে নেয়। সম্মানিত অথিতিবৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে বলেন এবং উচ্চতর শিক্ষা অর্জনের পাশাপাশি দেশ মাতৃকার সেবায় নিজেদের নিয়োজিত হতে উদ্বুদ্ধ করেন। বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এর মাধ্যমে অনুষ্ঠানের প্রথম অংশের সমাপ্তি হয়।

উল্লেক্ষ্য ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ আধুনিক ও ব্যবহারিক শিক্ষা প্রদানের মধ্যে দিয়ে দক্ষ ইঞ্জিনিয়ার গড়তে ভূয়সী ভূমিকা রাখছে। দক্ষ শিক্ষক ও সমৃদ্ধ ল্যাব নিয়ে অতি অল্প সময়ের ব্যবধানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ শিক্ষার্থীদের নিকট এক আদর্শ বিদ্যা অর্জনের স্থান হয়ে উঠেছে।

পরিশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

error

Enjoy this blog? Please spread the word :)