ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষকদের জন্য কর্মশালা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)’র সাতারকুলস্থ স্থায়ী ক্যাম্পাসে গত
৫ ফেব্রুয়ারি বিভিন্ন বিভাগে সম্প্রতি যোগদানকৃত ৩৬ জন নবীন শিক্ষকের জন্য
‘মোটিভেশন কাম প্রফেশনালিজম ও টিচিং-লার্নিং মেথডস ফর নিউলি অ্যাপইয়েন্টেড
টিচার্স অব ডিআইইউ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মুখ্য রিসোর্স
পার্সন হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড.
গোলাম সামদানি ফকির। এসময় তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে
টিচিং-লার্নিং ও ইন্টারএ্যাক্টিভ টিচিং সম্পর্কে তার উপস্থাপনা তুলে ধরেন। কর্মশালার
শুরুতে ডিআইইউ ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’র
অতিরিক্ত পরিচালক ও আইন বিভাগের সহকারী অধ্যাপক রাইসুল ইসলাম সৌরভ
ব্লুমস ট্যাক্সনোমি বিষয়ে আলোচনা করেন।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি; চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিস,
ডিআইইউ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। তিনি তার
বক্তৃতায় নবীন শিক্ষকদের পূর্ণ উদ্যোমে শিক্ষা দান করার জন্য আহ্বান জানান এবং
বাংলাদেশের উচ্চ শিক্ষার সম্ভাবনা তুলে ধরেন। ডিআইইউ রিসার্স ও পাবলিকেশন
সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক আব্দুল বাছেদ পরবর্তীতে অংশগ্রহণকারীদের
উদ্দেশ্যে অ্যাকশন ভার্ব, রুব্রিক্স ও কোয়েশ্চেন অ্যালাইনমেন্ট বিষয়ে উপস্থাপনা তুলে
ধরেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত প্রক্টর মো. আবু তারেক নতুন
যোগদানকৃত শিক্ষকদের উদ্দেশ্যে পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত নিয়ম-কানুন তুলে
ধরেন।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. সেরাজুল ইসলাম প্রধান পরবর্তীতে উচ্চ
শিক্ষায় কোয়ালিটি অ্যাসুরেন্স বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ড. গণেশ চন্দ্র
সাহা, সহ-উপাচার্য, ডিআইইউ এসময় নবীন শিক্ষকদের প্রোফেশনালিজম বজায়
রাখার উপর গুরুত্বারোপ করেন। কর্মশালার শেষে অধ্যাপক ড. সাইফুল ইসলাম,

উপাচার্য, ডিআইইউ বক্তব্য প্রদান করেন এবং কর্মশালায় যোগদানের জন্য সকলকে
অভিনন্দন জানান।

error

Enjoy this blog? Please spread the word :)