ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসী বিভাগের ২৮তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আজ ১১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, সাতারকুলে ফার্মেসী বিভাগের ২৮তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব), প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা। উক্ত অনুষ্ঠানটি সভাপত্বিত করেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফরিদা বেগম এছাড়াও ফার্মেসি বিভাগের সকল শিক্ষক ও নবীন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ফরিদা বেগম শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বিভিন্ন কথা বলেন ও শিক্ষার্থীরা যেন আবার উৎসব মুখর পরিবেশে শিক্ষা কার্যক্রম সম্পূন্ন করতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন।এছাড়াও ফার্মেসী বিভাগের নানান অর্জনের কথা শিক্ষার্থীদের উদ্দেশ্য তুলে ধরে।

ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক শর্মিষ্ঠা দাশ এবং মোঃ আমির হোসেন তাদের বক্তব্যে ফার্মেসী বিষয়টি পছন্দ করায় শিক্ষার্থীদের অভিবাদন জানান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও অন্যান্য শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং শুভেচ্ছা জানান। শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করা হয় এবং নানান আয়োজনে অনুষ্ঠানটি শেষ হয়।

উপস্থাপনায় করেন ফার্মেসী বিভাগের ২১তম ব্যাচের ছাত্রী তাসলিমা রুপ পুতুল।

উক্ত নবীন বরণ অনুষ্ঠানটি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসী ক্লাব আয়োজনে করেন ।

error

Enjoy this blog? Please spread the word :)