ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-এ দেশে ৭

‘দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট র‌্যাঙ্কিং’-এর এক জরিপে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে র‌্যাঙ্কিং-এর দিক থেকে ৭ নাম্বার স্থানে পৌঁছতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটি ২১ এপ্রিল বুধবার সন্ধ্যায় এ জরিপ রিপোর্ট প্রকাশ করে। ইউনাইটেড নেশন এর ‘সাসটেইনবল ডেভলপমেন্ট গোল’ এর ভিত্তিতে দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট র‌্যাঙ্কিং প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালগুলোর মূল্যায়ন করে থাকে। জাতিসংঘের নিয়ন্ত্রাধীন এই প্রতিষ্ঠানটি বিশ্বের ৯৯টি দেশ বা অঞ্চল থেকে ১১১৫টি নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের গবেষণা, ন্যাস্ত দায়িত্ব,জনসংযোগ এবং শিক্ষণÑ এই চারটির ভিত্তিতে র‌্যাঙ্কিং নির্ধারণ করেছে। প্রথমবারের মতো যুক্তরাজ্যের ম্যানেস্টার ইউনিভার্সিটিসহ অস্ট্রেলিয়ার ৬টি বিশ্ববিদ্যালয় জরিপের ফলাফলে প্রথম দিকে রয়েছে। বাংলাদেশের সব ইউনিভার্সিটির মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-এ রয়েছে ৭তম স্থানে এবং গোটা বিশ্বের ইউনিভার্সিটির মধ্যে ১০০১ নাম্বারে ।

error

Enjoy this blog? Please spread the word :)