ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে ড. গণেশ চন্দ্র সাহার যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
আজ বুধবার, ১ এপ্রিল, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদান করেছেন। এ উপলক্ষে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সাতারকুলে একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ড. গণেশ চন্দ্র সাহা বলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে একটি মডেল ইউনিভার্সিটি হিসেবে গড়ে তুলবো। তিনি আরও বলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি ও গবেষণাগার। সংবর্ধনা অনুষ্ঠানে ড. গণেশ চন্দ্র সাহাকে সকল ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফুল দিয়ে বরণ করেন। উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এ্যাডভোকেট আব্দুল হামিদ তাকে ৪ বছরের জন্য প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন।