ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-তে Interactive & Innovative Teaching-Learning and Assessments in New Normal শীর্ষক কর্মশালা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)’র ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যারিউরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক Interactive & Innovative Teaching-Learning and Assessments in New Normal শীর্ষক কর্মশালা অনলাইনে জুম প্ল্যাটফর্মে 23 জানুয়ারি 2021 তারিখে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ডিআইইউ’র বিভিন্ন বিভাগের প্রায় একশত শিক্ষক, কো-অর্ডিনেটর, বিভাগীয় প্রধান ও ডীনবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও সহযোগী প্রধান মো. দারা আব্দুস সাত্তার। তিনি করোনাউত্তোর সময়ে টিচিং-লার্নিং ও এ্যাসেসমেন্টের উপর তার উপস্থাপনা কর্মশালায় উপস্থিত সকলের সঙ্গে শেয়ার করেন। তিনি বর্তমান সময়ে প্রচলিত বিভিন্ন শিক্ষণ পদ্ধতি, টিচিং মেথড, এ্যাসেসমেন্ট সংক্রান্ত বিভিন্ন মেথড তুলে ধরেন। এসময় তিনি এ বিষয়ে আধুনিক টুলস ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. সেরাজুল ইসলাম প্রধান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক রাইসুল ইসলাম সৌরভ।

error

Enjoy this blog? Please spread the word :)