ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মুজিববর্ষ আইটি কার্নিভাল-২০২০

আগামীকাল বৃহস্পতিবার ২২ ও ২৩ জানুয়ারী বুধবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬৬, গ্রীন রোড ক্যাম্পাসে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধীনে মুজিববর্ষ আইটি কার্নিভাল-২০২০ অনুষ্ঠিত হবে। ২ দিন ব্যাপী এ অনুষ্ঠানে সারাদেশের ৬৪টি বিভিন্ন স্বনামধন্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজ হতে ৯টি ক্যাটাগরীতে মোট ৩১৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। এছাড়াও ৪র্থ শিল্প বিপ্লবের উপর ৯টি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সম্মানীত চেয়ারম্যানবৃন্দ রাউন্ড টেবিল আলোচনায় অংশ নেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্মেদ পলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কে এম মোহসীন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এম কায়কোবাদ, অত্র ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হাফিজ মোঃ হাসান বাবু এবং দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা সামসুদ্দোহা।

এছাড়াও বক্তব্য রাখবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এম.পি, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সম্মানিত ডীন ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান। ২৩শে জানুয়ারী সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

error

Enjoy this blog? Please spread the word :)