ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইইবি এক্রিডিটেশন সেলিব্রেশন অনুষ্ঠিত

আজ শনিবার বেলা ৩টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসে ড. এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে ‘আইইবি এক্রিডিটেশন সেলিব্রেশন’ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ইউনিভার্সিটির অধ্যাপক ড. কায়কোবাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এম.পি।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কে এম মোহসীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা. মুহম্মদ শহীদুল কাদির পাটোয়ারী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এডভোকেট এস কে পাটোয়ারী, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি ও অত্র ইউনিভার্সিটির সিএসই বিভাগের উপদেষ্টা, ডীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান ও ইইটিই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল বাছেত।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ তাহজিবুল ইসলাম ও সহকারী অধ্যাপক শ্রাবনী বড়–য়া।

error

Enjoy this blog? Please spread the word :)