ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভায় কর্মশালা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) প্রথম আলো বন্ধুসভার আয়োজনে গত ৬ অক্টোবর রোববার অনুষ্ঠিত হয় বিষণ্নতা ও মাদকাসক্তিবিষয়ক আলোচনা সভা।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের এম এ পাটোয়ারী মিলনায়তনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, ড. মো. গোলাম রাব্বানী— প্রফেসর অব সাইক্রেটি, ন্যাশনাল ইনস্টিউট অব মেনটাল হেলথ, মো. ফখরুল হোসাইন— পরিচালক, ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল, প্রফেসর ডা. এ টি এম মাহবুবুর রহমান—চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব সি এস ই, ডিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ডিআইইউ, লেখক ফজলুল হক—সহযোগী অধ্যাপক, ডিআইইউ, মোঃ তাহজিব-উল-ইসলাম—সহকারি অধ্যাপক, ডিপার্টমেন্ট অব সি এস ই এবং কো-অরডিনেটর, বন্ধুসভা, ডিআইইউ।

error

Enjoy this blog? Please spread the word :)