ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের সিভিল ফেস্টিভ্যাল-২০১৯ এবং ইভিনিং ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং ডে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের “সিভিল ফেস্টিভ্যাল-২০১৯” এবং ইভিনিং ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং ডে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

‘কালের যাত্রাধ্বনি শুনিতে কি পাও? হেথা নয় অন্য কোথা, কোন খানে’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উদ্যোগে   “সিভিল ফেস্টিভ্যাল-২০১৯” এবং দ্বিতীয় ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের  বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। ১৯ জুলাই শুক্রবার  সকাল ১০টায় বিভাগীয় হলরুমে পুরকৌশল বিভাগীয় এডভাইসার প্রফেসর ড. গনেশ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কে. এম. মহসিন।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয়  রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম; ইঞ্জিনিয়ার নাফিস সারোয়ার, এসিস্ট্যান্ট ম্যানাজার, সেভেন রিংস সিমেন্ট; মিল্টন খন্দকার, সিনিয়র এক্সিকিউটি,  সেভেন রিংস সিমেন্ট এবং বিভাগীয় কো-অর্ডিনেটর মোঃ হাকিমুজ্জান শাহ।

বিদায়ী শিক্ষার্থীদের  উজ্জ্বল ভবিষ্যত কামনা করে প্রধান অতিথি বলেন,” ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সকলক্ষেত্রে সফলতা অর্জন করে দেশ-জাতির উন্নয়নের কাজে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজকের বিদায়ী শিক্ষার্থীরা সফলতা অর্জন করে দেশের মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করা প্রত্যাশা রাখি। ” এছাড়াও অন্যান্য বক্তারা বিভাগের শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা  করে বক্তব্য রাখেন।

বিদায়ী সংবর্ধনা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে। সেভেন রিংস সিমেন্ট  অনুষ্ঠানটি স্পন্সর করে। সার্বিক ব্যবস্থাপনায় সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

error

Enjoy this blog? Please spread the word :)