৬ষ্ঠ সমাবর্তন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬ষ্ঠ সমাবর্তন কাল

আগামীকাল রোববার (৭ এপ্রিল) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকালে রাজধানীর মিরপুরের পিএসসি কনভেনশন হলে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ ও সাহিত্য সমালোচক, কথা সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যায়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখবেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মুহাম্মাদ শহীদুল কাদির পাটোয়ারী। অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কে এম মোহসীন, ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মইনুল ইসলাম উপস্থিত থাকবেন।

সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের ডিগ্রি ও চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড প্রদান করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড, ডীন’স অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

error

Enjoy this blog? Please spread the word :)