ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ-ইন্ডিয়া পলিসি ল্যান্ডসস্কেপ উইথ স্পেশাল ফোকাস অন এমারজিং টেকনোলজিস শীর্ষক কনফারেন্স
আগামীকাল ৭ মার্চ ও ৮ মার্চ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ইউনিভার্সিটির বাড্ডা সাতারকুল স্থায়ী ক্যাম্পাসে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ-ইন্ডিয়া পলিসি ল্যান্ডসস্কেপ উইথ স্পেশাল ফোকাস অন এমারজিং টেকনোলজিস’ শীর্ষক এক কনফারেন্স অনুষ্ঠিত হবে। ২দিন ব্যাপী এ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, এমপি।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কে.এম. মহসিন-এর সভাপতিত্বে কনফারেন্সে বক্তব্য রাখবেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এম.পি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ড. আব্দুল হান্নান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, অত্র ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান ডা. এস.কাদির পাটোয়ারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার, অধ্যাপক সেলিম ভূঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ.আই.এস বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহ আলম প্রমূখ।
কনফারেন্সে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত থাকবেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।